
বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন।
জানা যায়, রাতে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে তাদের ঘরে ঢোকে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ টাকা ও মোবাইল লুট করে পালানোর সময় ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। এ সময় বিমলা পোদ্দার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
নিহত বিমলা পোদ্দার ও তার ভাইবোনরা একসঙ্গে থেকে চাল ও ভুষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নন। দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ হওয়ায় তারা স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।



