ইউটিউবে মুক্তি পেলো বগুড়ার সন্তান শিববীরের বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা
টিভি সংবাদের জনপ্রিয় উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিববীর। জন্ম বগুড়া শহরে। বেড়ে উঠা, শৈশব সব ঐ শহরে

টিভি সংবাদের জনপ্রিয় উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিববীর। জন্ম বগুড়া শহরে। বেড়ে উঠা, শৈশব সব ঐ শহরে। সাংস্কৃতিক অঙ্গনে পথচলার শুরু যখন বয়স ৭। দেশগান,ছড়াগান দিয়ে শুরু।বয়স যখন ১২ তখন হঠাৎ করেই কবিতা আবৃত্তিতে নাম লেখানো।এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প।থানা পর্যায়, জেলা পর্যায়,বিভাগীয় থেকে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে একচেটিয়া অংশগ্রহণ এবং ঝুলিতে শুধু সাফল্যের পুরষ্কার।জাতীয় শিশু পুরষকার প্রতিযোগিতা,জাতীয় শিক্ষা সপ্তাহ পুরষ্কার,জাতীয় শিশু পদক এসবের মধ্যে উল্লেখযোগ্য। সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তৃতা, রচনা লিখা অথবা বিতর্কের সেরা বক্তা সব রয়েছে সাফল্যের ঝুড়িতে।সর্বমোট প্রাপ্ত সার্টিফিকেট ১২০ যার মধ্যে জাতীয় পর্যায়ের রয়েছে ৬টি।
আবৃত্তি ও উপস্থাপনার ঝোঁক থেকেই পরবর্তীতে সংবাদ উপস্থাপনায় আসা।২০১০ থেকে ২০১৭ পর্যন্ত দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি (ETV) তে সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছে।বর্তমানে কাজ করছে সিনিয়র সংবাদ উপস্থাপক MYTV. সংবাদ উপস্থাপনায় দক্ষতার স্বীকৃতি হিসেবে”সেরা সংবাদ উপস্থাপক ২০১৫”এর পুরষ্কার পেয়েছে BENGAL YOUTH AWARD KOLKATA থেকে। থেমে নেই কবিতা আবৃত্তিতেও। YOUTUBE এর জন্য বিশেষভাবে নির্মিত মিউজিক্যাল আবৃত্তির মধ্যে উল্লেখযোগ্য আবার আসিবো ফিরে, মন বাড়িয়ে ছুঁই,মন ভালো নেই, শত কোটি প্রাণের মাশরাফি, হঠাৎ দেখা এবং প্রতিক্ষা, মেঘবালিকার জন্য রূপকথা। সম্প্রতি কুয়েত রাস্ট্রদূত কর্তৃক আবৃত্তিতে “বিশেষ সম্মাননা ২০১৯” অর্জন করেছে।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি করা তার কবিতা “আমি কি বলতে পেরেছিলাম” বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি মহাদেব সাহার রচিত একটি বিখ্যাত কবিতা এটি। শিব্বিরের “ আমি কি বলতে পেরেছিলাম” কবিতাটির ভিডিও নির্মাণ করেছেন আলী আফজাল নিকোলাস । যিনি পেশায় আজিজ গ্রুপের জেনারেল ম্যানেজার। এছাড়াও তিনি ডিজাইনিং এর দিক সামলাচ্ছেন রঙ বাংলাদেশ ও বাংলার মেলার। বাংলাদেশের প্রথম সারির ফ্যাশন হাউজ ‘নগরদোলা’ তৈরিই হয়েছে আলী আফজাল নিকোলাস এর হাতে। চিত্রগ্রহণে ছিলেন ইভানুল কনক, ভিডিওটির সম্পাদনা করেছেন মুশফিকুর রহমান চন্দন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন বগুড়ার আরেক কৃতি সন্তান তরুণ মেধাবী সঙ্গীত পরিচালক সালমান সাদিক সাইফ।

আমি কি বলতে পেরেছিলাম কবিতার ভিডিও


