অর্থ ও বানিজ্য

ডলারের দাম বাড়লো

টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আরও বেড়েছে। বুধবার (২২ অক্টোবর) বিভিন্ন ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সা পর্যন্ত পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, আমদানি এলসি খোলা বেড়ে যাওয়া ও কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়সহ কয়েকটি কারণে এই বৃদ্ধি ঘটেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বুধবার ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা এবং ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। সোনালী ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা ও ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। ঢাকা ব্যাংক বিক্রি করেছে ১২২ টাকা ৫০ পয়সায় এবং ক্রয় করেছে ১২১ টাকা ১৫ পয়সায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আন্তঃব্যাংক বাজারেও প্রভাব পড়েছে ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায়। আজ আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ মূল্য ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা। ২০ অক্টোবর পর্যন্ত এই হার ছিল প্রায় ১২১ টাকা ৮০ পয়সা।

এক বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক এখন তুলনামূলক বেশি দামে ডলার কিনছে। পাশাপাশি আমদানি এলসি কিছুটা বেড়েছে, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা হয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের, যেখানে আগস্টে ছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমদানি ব্যয়ের চাপেই ডলারের দাম কিছুটা বেড়েছে, তবে এটি অস্বাভাবিক নয়। বাজারে ডলার সরবরাহ এখনও পর্যাপ্ত আছে।’

তথ্যসূত্র: ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button