গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

মা-বোনদের চিকিৎসাসেবায় হেলথ কেয়ার তৈরি হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের সুস্থতার জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার তৈরি করবে। যেখানে মা-বোনেরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন। বগুড়ায় বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এমন কথা জানিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বিএনপির দূর্গখ্যাত বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। পরে দুপুরে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান । এ সময় তার পাশে আরও ছিলেন এই ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার আছে। উন্নত বিশ্বে এটি করা হয়। আমাদের দেশের আয়তন ছোট, কিন্তু জনসংখ্যার আধিক্য বেশি। ফলে সরকারি হাসপাতা্ল থেকেও চিকিৎসাসেবা দেয়া কষ্টসাধ্য হয়ে যায়। এ জন্য কিছু পরিকল্পনা করেছি। আমরা যদি সরকার গঠনে সক্ষম হই আমাদের লক্ষ্য আছে, এলাকাভিত্তিক হেলথ কেয়ার তৈরি করা হবে।

‘গ্রামের মা-বোনেরা তাদের কাছে গিয়ে পরামর্শ নিবেন। আমরা যদি আস্তে আস্তে একটি সুস্থ পরিবার তৈরি করতে পারি, গ্রামের পর একটি উপজেলা তৈরি করতে পারি। এরপর একটি জেলা, এভাবে দেশ তৈরি করতে পারি তাহলে আমরা সবাই সুস্থ থাকবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আরও একটি পলিসির কথা উল্লেখ করেন। জানালেন, আমাদের আরেকটি পলিসি হলো, স্বাস্থ্যখাতে প্রাইভেট ও পাবলিক পার্টনারশিপ। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল তৈরি ৪-৫ বছর লেগে যায়। বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে সরকারি স্বাস্থ্য খাতে যে অবকাঠামো গড়ে উঠেছে, সেই একই রকম অবকাঠামো প্রাইভেট সেক্টরেও গড়ে উঠেছে।

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের ভাষ্য, আমরা (বিএনপি) যেটা চিন্তা করছি, প্রাইভেট হাসপাতালে একটি মেশিন আছে যেটির ১০০ জনকে সেবা দিতে পারবে। কিন্তু তারা হয়তো ৫০ জনের বেশি রোগি পান না। আমরা সেই ৫০ জন রোগিকে তাদের কাছে পাঠাবো। আর বলব, তোমরা এই রোগিদের চিকিৎসা দাও। এদের যা খরচ, আমরা সেটি দিয়ে দিব। ‘এইভাবে আমরা ক্যান্সার, হৃদরোগ অনুযায়ী ভাগ করব। যাদের যে ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী ওই হাসপাতালে রোগি পাঠাবো। আমরা আশা করছি, সরকার গঠন করতে পার এইভাবে মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে আমরা মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনতে পারবো।’

তারেক রহমান বলেন, আমরা সরকার গঠন করতে পারলে আমরা যেমন বলেছি, নারীদের অর্থ্যাৎ পরিবারের যে মা থাকবে তাদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। যারা ফ্যামিলি কার্ডের মালিক হবেন তিনি মানে নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে এমন ব্যবস্থা নেয়া হবে। আমরা যেভাবে কৃষকদের ফারমাস কার্ড দিব সে রকম নারীরাও পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. জোবাইদা রহমান চিকিৎসা ক্যাম্পকে সফলভাবে সম্পন্ন করার জন্য ফাউন্ডেশনের আয়োজকদের, চিকিৎসক, বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর পাভেল, আতিকুর রহমান রুমন, ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, ড্যাব নেতা ডা. ইউনুস আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বগুড়ার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মীরা এই অনুষ্ঠানে অংশ নেন।

মেডিকেল ক্যাম্প উপলক্ষে এই আয়োজনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, সঞ্চালনায় ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা ক্যাম্পে হৃদরোগসহ বিভিন্ন রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ বিতরণ সেবা দেয়া হয়। এদিন এই ক্যাম্পে প্রায় ৭ হাজার জন রোগী চিকিৎসা সেবা নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button