আন্তর্জাতিক খবর

অনুমতি ছাড়াই নারীর ছবি পোস্ট, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা

সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়াই এক নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা করেছে আদালত।

রোববার (১৯ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, অনলাইনে ওই নারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আবুধাবির ফৌজদারি আদালত এই রায় দিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ওই নারীর ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে ওই নারী মানসিক কষ্ট ও সামাজিক সুনামহানির অভিযোগ এনে আদালতে মামলা করেন।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেইম কোর্ট এই মামলার রায় দেন।

খালিজ টাইমস জানায়, গত মার্চে আবুধাবির ফৌজদারি আদালত একই অভিযোগে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে আপিল আদালতও রায় বহাল রাখে। অভিযুক্ত আর কোনো আপিল না করায় রায়টি চূড়ান্ত হয়।

আদালত রায়ে উল্লেখ করেছে, গোপনীয়তার লঙ্ঘন একটি অন্যায় কাজ যা ভুক্তভোগীকে নৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। কেউ যদি অন্যের ক্ষতি করে—ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে—তবু ক্ষতিপূরণ দিতে বাধ্য।

বাদী ৫০ হাজার দিরহাম ক্ষতিপূরণ দাবি করলেও আদালত মনে করে, উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি বা দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাবের প্রমাণ না থাকায় মানসিক যন্ত্রণা ও সুনামহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার দিরহামই যথেষ্ট।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button