আন্তর্জাতিক খবর

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্যাথেরিন কনোলি

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছেন বামপন্থি স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি। প্রতিদ্বন্দ্বী হেদার হামফ্রিসকে পরাজিত করে তিনি পেয়েছেন মোট ভোটের ৬৩ শতাংশ।

শুক্রবার (২৪ অক্টোবর) দেশজুড়ে ৪৩টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ভোটগণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় কনোলিকে। তাকে সমর্থন দিয়েছিল বামপন্থি বিরোধী দলগুলোর জোট।

ডাবলিন ক্যাসেলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে কনোলি প্রতিশ্রুতি দেন, তিনি জনগণের কথা শুনবেন এবং তাদের স্বার্থে কাজ করবেন। ৬৮ বছর বয়সী সাবেক এই আইনজীবী আয়ারল্যান্ডের ইতিহাসে তৃতীয় নারী প্রেসিডেন্ট হিসেবে নাম লেখালেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেনডেন্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button