
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে সৎ ছেলের লাঠির আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিলন ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে মিলন ও তার সৎ ছেলে শামীম (২১) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম লাঠি দিয়ে মিলনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে অভিযান চালিয়ে কাহালুর বাবুবাড়ি এলাকা থেকে অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, শামীমকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। এখনও হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ওসি আরও জানান নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ তীব্র হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



