কাহালু উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চার্জার ভ্যান আরোহীর মৃত্যু

বগুড়া জেলার কাহালু উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় আনোয়ারুল (৩৫) নামের এক চার্জার ভ্যান আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে বগুড়া-রানীরহাট-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ী) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পাখি শিকারের উদ্দেশ্যে চার্জার ভ্যানে করে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার এসআই জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সতর্কতা:

  • ভোরবেলা ও কুয়াশাচ্ছন্ন সময়ে সড়কে দৃশ্যমানতা কম থাকে—এসময় ধীরগতির যানবাহনকে বিশেষ সতর্ক থাকতে হবে।
  • পেছন থেকে আসা দ্রুতগতির গাড়ির দিকে নিয়মিত নজর রাখা প্রাণহানি কমাতে পারে।
  • ট্রাক ও ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট এড়িয়ে চলা দুর্ঘটনার ঝুঁকি কমায়।
  • সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো এবং আহতদের নিরাপদ স্থানে সরানো প্রয়োজন।

এই বিভাগের অন্য খবর

Back to top button