জাতীয়
প্রধান খবর

আজ থেকে এক এনআইডিতে ১০ সিমের বেশি থাকলেই বন্ধ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী ১০টির বেশি সক্রিয় সিম থাকবে না। মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

বিটিআরসি সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। সংস্থাটি ৩০ জুলাই জানিয়েছিল, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম রাখা যাবে না এবং নভেম্বর থেকে অতিরিক্ত সিম বন্ধ করার কাজ শুরু হবে। গ্রাহকরা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার মাধ্যমে ডি-রেজিস্ট্রার করতে পারবেন। এর আগে একজন নাগরিকের নামে সর্বোচ্চ ১৫টি সিম থাকত।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “১ নভেম্বর থেকে অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করা হবে, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।”

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬–১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশের, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।

বিটিআরসি জানায়, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং প্রতারণা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে বা *১৬০০১# ডায়াল করে নিজের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।

নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে, যার ফলে বন্ধ হয়ে যেতে পারে গ্রাহকের এনআইডিতে নিবন্ধিত গুরুত্বপূর্ণ সিমও।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button