ধর্ম

ঋণের বোঝা থেকে মুক্তি চাওয়ার দোয়া শিখিয়েছেন রাসুল (সা.)

ব্যক্তিগত, পারিবারিক বা ব্যবসায়িক প্রয়োজনে অনেকেই ঋণ গ্রহণ করেন। তবে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে তা হয়ে ওঠে দুশ্চিন্তার কারণ। আর একবার ঋণের জালে জড়িয়ে পড়লে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে।” (সহিহ বুখারি, হাদিস: ২৩৯০)। নবীজি (সা.) সতর্ক করেছেন, ঋণ পরিশোধে যেন কেউ গড়িমসি না করে।

তবে কেউ যদি সত্যিই অক্ষম হন, তাদের জন্য রাসুল (সা.) ঋণমুক্তির দোয়াও শিখিয়ে দিয়েছেন। এমনকি তিনি নিজেও নিয়মিত দোয়া করতেন ঋণের বোঝা থেকে মুক্তির জন্য।

আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলতেন—
“হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৯)

আরেকটি হাদিসে আলী (রা.) বর্ণনা করেছেন, নবীজি (সা.) তাঁকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন যা ঋণমুক্তির পথ সহজ করে দেয়, এমনকি কারও যদি পাহাড়সম ঋণও থাকে।

দোয়াটি হলো—

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

বাংলা অর্থ:
হে আল্লাহ! হারাম থেকে মুক্ত রেখে তোমার হালাল দানেই আমাকে পরিতৃপ্ত করো এবং তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সবকিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।
(সুনান আত তিরমিজি, হাদিস: ৩৫৬৩)

এই বিভাগের অন্য খবর

Back to top button