আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন

আজ ১৭ অক্টোবর—বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে এই দিবসের সূচনা হয়। যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবুও প্রতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দিনটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন।
সম্পর্ক ভাঙলে যেমন কষ্ট হয়, তেমনই থেকে যায় অভিমান, রাগ ও অপূর্ণতা। এই দিনটি মানুষকে শেখায়—অতীতের ক্ষোভ ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই শান্তির পথ।
বিশেষজ্ঞদের মতে, পুরোনো রাগ ও মানসিক আঘাত ধরে রাখলে তা মন ও শরীর উভয়ের ওপর প্রভাব ফেলে। ক্ষমা করার মাধ্যমে সেই মানসিক ভার হালকা হয় এবং জীবনে আসে প্রশান্তি।
আজকের দিনে কেউ প্রাক্তন সঙ্গীকে ছোট্ট একটি বার্তা পাঠাচ্ছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন মনের কথা। কেউ চুপচাপ মনে মনে ক্ষমা করে দিচ্ছেন, আবার কেউ খুঁজে নিচ্ছেন নিজের ভুলও।
যদিও ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ এখনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, তবুও মানুষের আবেগ ও আত্মমুক্তির সঙ্গে দিবসটি গভীরভাবে জড়িয়ে গেছে।
আজ হয়তো সেই উপযুক্ত দিন, যেদিন আপনি কাউকে মনে মনে বলতে পারেন—‘তোমায় ক্ষমা করলাম, ভালো থেকো।’



