তথ্য ও প্রযুক্তি

মেসেঞ্জার অ্যাপ বন্ধ হচ্ছে ডেস্কটপে, করণীয় কী?

ডেস্কটপে ফেসবুক মেসেঞ্জারের যুগ শেষ হতে চলেছে। মেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে উইন্ডোজ ও ম্যাক—দুই প্ল্যাটফর্মেই মেসেঞ্জারের স্ট্যান্ডঅ্যালোন ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেওয়া হবে।

তবে ব্যবহারকারীদের জন্য সুখবর হলো—মেসেঞ্জার সার্ভিস বন্ধ হচ্ছে না, শুধু ডেস্কটপ অ্যাপই বন্ধ হবে। অর্থাৎ, মেসেঞ্জার ব্যবহার করা যাবে আগের মতোই Facebook.com বা Messenger.com ওয়েবসাইটের মাধ্যমে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেস্কটপ অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত এসেছে “ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও একীভূত করার” উদ্দেশ্যে। প্রতিষ্ঠানটি এখন তাদের ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মে উন্নত চ্যাট অভিজ্ঞতা দিতে মনোযোগ দিচ্ছে।

এরই মধ্যে ব্যবহারকারীদের ইন-অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হচ্ছে অ্যাপটি বন্ধ হওয়ার বিষয়টি। মেটা পরামর্শ দিয়েছে, বন্ধ হওয়ার আগে যারা ডেস্কটপ সংস্করণে মেসেঞ্জার ব্যবহার করছেন, তারা যেন তাদের চ্যাট হিস্টোরি সুরক্ষিত রাখেন এবং প্রয়োজনে ওয়েব সংস্করণে লগইন করে নেন।

উল্লেখযোগ্যভাবে, মেসেঞ্জারের মোবাইল অ্যাপ (iOS ও অ্যান্ড্রয়েডে) চলবে আগের মতোই, এতে কোনো পরিবর্তন আসছে না।

প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটার এই পদক্ষেপ তাদের মূল ফেসবুক ইকোসিস্টেমে চ্যাট সার্ভিসকে কেন্দ্রীভূত করার অংশ, যেখানে ওয়েব এবং মোবাইল অ্যাপই ভবিষ্যতের মূল ফোকাস হবে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, অ্যাপল ইনসাইডার

এই বিভাগের অন্য খবর

Back to top button