চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে নিহত ১

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৪৩) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, বিকেলে হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে প্রচারণায় অংশ নেন সরোয়ার। এ সময় গুলিতে এরশাদ উল্লাহ, সরোয়ার ও শান্ত নামের তিনজন আহত হন। পরে সরোয়ার মারা যান।
পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তবে বিএনপি দাবি করেছে, সরোয়ার তাদের দলের কেউ নন, গণসংযোগে স্থানীয় শত শত মানুষ অংশ নিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ছোট সাজ্জাদ নামে এক ব্যক্তির সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
তথ্যসূত্র: মানবকণ্ঠ



