প্রধান খবরশিক্ষা
নতুন শিক্ষাক্রমে ৫ দিন পাঠদান

নতুন শিক্ষাক্রমে ৫ দিন শ্রেণিকক্ষে পাঠদান দেওয়া হবে। নতুন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এটি অনুমোদিত। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটের কারণে আমরা সেটা ৫ দিন করেছি। তখনই আমি বলেছিলাম, এখন বিদ্যুতের জন্য ৫ দিন করছি, কিন্তু আগামী বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী ৫ দিনই আমাদের শ্রেণিকক্ষে পাঠদান হবে।


