৬ বছরেও শেষ হয়নি আবরার ফাহাদ হত্যা মামলার বিচার

আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত
ছয় বছর পার হলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় হলেও এখনো শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম। এমন তথ্য জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে, মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ।
বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। তার ঠিক ওপরের ২০১১ নম্বর কক্ষ থেকেই ২০১৯ সালের ৭ অক্টোবর রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয়। ওই কক্ষেই পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। পরে সিঁড়িতে লাশ ফেলে যায় হত্যাকারীরা।
সন্তান হত্যার ঘটনায় তৎকালীন বুয়েট ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। প্রায় দুই বছর পর বিচারিক আদালত রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের মার্চে হাইকোর্টও সেই রায় বহাল রাখে।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বেশ কয়েকজন আসামি আপিল করেছেন। আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন, দুই রায়েই কিছু ত্রুটি রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আপিলের বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
মামলার দীর্ঘসূত্রতায় হতাশ আবরারের বাবা বলেন, “আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। রাষ্ট্রের উচিত দ্রুত মামলাটি নিষ্পত্তি করা এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা।”
সমাজ বিশ্লেষকরা মনে করেন, এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে তা অপরাধীদের সাহস জোগায়।
এদিকে আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে শেরেবাংলা হল প্রশাসন হল প্রাঙ্গণে নির্মাণ করেছে ‘আবরার স্মৃতিফলক’।
তথ্যসূত্র: যমুনা টিভি



