জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি (পাস) কোর্স কেন এক ধরনের অথর্ব কোর্সে পরিণত হলো, সমাধান কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

আমরা প্রায়ই শুনে থাকি ডিগ্রি কোর্সের মূল্য নেই। এ নিয়ে প্রকৃত কারন ও কিছু আনুষঙ্গিক বিষয় জানুন।

বাংলাদেশে সরকারি চাকরির গ্রেড ২০ টা হলেও মূলত ১১-২০ গ্রেড এর চাকরিজীবিরা স্বল্প বেতন এবং কম সুযোগ সুবিধা পায়। এতোগুলো গ্রেড থাকলেও এদের বেতন প্রায় কাছাকাছি। ১-৮ গ্রেডে সাধারণত সরাসরি নিয়োগ হয়না, প্রমোশনের মাধ্যমে এসব গ্রেডে আসতে হয়।

চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বেশি মর্যাদাপূর্ণ জব হচ্ছে ৯ম গ্রেড, এরপর ১০ম গ্রেড।

সাধারণত ৯ম এবং ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের শিক্ষাগত যোগ্যতার শর্ত দেখবেন শুধু অনার্স অথবা মাস্টার্স।

স্পষ্টভাবে লক্ষ করুন, সামান্য ব্যতিক্রম ছাড়া এখানে শুধু ডিগ্রি পাস করা শিক্ষার্থীদের কোনো সুযোগই নাই। এমনকি ডিগ্রি পাস করার পর ১ বছর মেয়াদী মাস্টার্স ১ম পর্ব/প্রিলিমিনারি টু মাস্টার্স নামক একটা কোর্স আছে যার কোনো সার্টিফিকেট নাই (এটা শুধুমাত্র মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জনের কাজে লাগে)। তাহলে ডিগ্রি পড়ে আসা ছাত্রদের জন্য একটাই অপশন আর তা হলো মাস্টার্স ফাইনাল ইয়ার পাস করতে হবে। তারপর ৯ম বা ১০ম গ্রেডের চাকরিতে আবেদন করতে হবে।

এদিকে প্রিলি টু মাস্টার্স কোর্সে ভয়াবহ সেশনজট তো আছেই। যেমন: বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স এর ২০২২ সালের পরীক্ষা চলমান। অথচ বাস্তবে কিন্ত ২০২৫ সাল শেষ হতে যাচ্ছে। এর মানে হচ্ছে ৩ বছরের অধিক সময় সেশনজটে আছে ইতিমধ্যেই। এরপর তো আবার মাস্টার্স ফাইনাল ইয়ার বাকি আছে।

সমাধান: জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি+ প্রিলি টু মাস্টার্স কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে এই দুইটা কোর্সের রেজাল্টের সমন্বয়ে একটা ৪ বছর মেয়াদী সনদ দেওয়া দরকার যা দিয়ে BCS সহ অন্যান্য চাকরিতে আবেদন করা যাবে।

এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি মহোদয় গতবছরে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।

তাই এই সমস্যার সমাধানকল্পে NU এবং BOU এর ভিসি মহোদয়, সম্মানিত UGC চেয়ারম্যান, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে।

এছাড়াও ৩ বছর মেয়াদী ডিগ্রি সার্টিফিকেট দিয়ে যেন অন্তত ১০ম গ্রেডের সব চাকরিতে আবেদন করা যায়, সেই সুযোগ রাখতে হবে কর্তৃপক্ষকে।

বি. দ্র. যদি রাষ্ট্র এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে ডিগ্রি কোর্স না রাখাটাই বরং উত্তম হবে।

লেখা পাঠিয়েছেন: মো: রাকিব হোসেন
ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

এই বিভাগের অন্য খবর

Back to top button