
আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে তাদের মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ভাতা প্রদান করতে হবে নির্ধারিত শর্তাবলি মেনে— যার মধ্যে রয়েছে জাতীয় বেতনস্কেলের পরবর্তী সমন্বয়, বিদ্যমান এমপিও নীতিমালা অনুসরণ এবং আর্থিক বিধি-বিধান মেনে ব্যয় সম্পাদন। কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। শনিবারও তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেছেন। রোববার দুপুরে শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’-এর কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। এমন পরিস্থিতিতে সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করল।


