জাতীয়
৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

৪৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২ নভেম্বর সকাল ১০টা থেকে কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হবে মৌখিক পরীক্ষা।
পরীক্ষা চলবে ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে। স্থান—বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের জন্য নির্দেশনা:
- ৪৯তম বিসিএসের (বিশেষ) জন্য নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। তা ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে পূরণ করা BPSC Form-3 জমা দেওয়া বাধ্যতামূলক।
- প্রাক্–চাকরিবৃত্তান্ত যাচাই (পুলিশ ভেরিফিকেশন) ফরম কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়ার পর তা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে তিন কপি জমা দিতে হবে।
উল্লেখ্য, ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৯ অক্টোবর, যেখানে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী। সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চলতি বছরের ২১ জুলাই, আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।



