জাতীয়

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

৪৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২ নভেম্বর সকাল ১০টা থেকে কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হবে মৌখিক পরীক্ষা।

পরীক্ষা চলবে ২, ৩, ৪, ৫, ৬ ও ৯ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে। স্থান—বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রার্থীদের জন্য নির্দেশনা:

  • ৪৯তম বিসিএসের (বিশেষ) জন্য নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। তা ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষায় অংশ নিতে হলে পূরণ করা BPSC Form-3 জমা দেওয়া বাধ্যতামূলক।
  • প্রাক্‌–চাকরিবৃত্তান্ত যাচাই (পুলিশ ভেরিফিকেশন) ফরম কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়ার পর তা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে তিন কপি জমা দিতে হবে।

উল্লেখ্য, ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৯ অক্টোবর, যেখানে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী। সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চলতি বছরের ২১ জুলাই, আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button