জাতীয়
প্রধান খবর

কাল থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি ঘোষণা

শিক্ষকদের ওপর হামলা

ছবি: ফোকাস বাংলা

২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের ঘটনায় লাগাতার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, “প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।”

এর আগে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত থাকলেও, পুলিশের হামলার প্রতিবাদে সেটি একদিন এগিয়ে আনা হয়েছে।

রবিবার সকাল থেকে হাজারো শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দুপুরে পুলিশ আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তথ্যসূত্র: দেশ রূপান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button