
ভিনিসিয়াস ও হালান্ড। ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুম শুরুর আগেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় এখনো সই করেননি তিনি।
সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়াস ক্লাবের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন চান। তবে রিয়াল মাদ্রিদ তাতে রাজি নয়। ফলে আলোচনায় অগ্রগতি হয়নি।
ভিনিসিয়াসের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তি নবায়ন না হলে আগামী মৌসুমের শুরুতেই তাকে বিক্রির পরিকল্পনা করছে ক্লাবটি।
এরই মধ্যে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তার বিকল্প পরিকল্পনা তৈরি করেছেন। তিনি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে নিতে চান। এমবাপ্পে ও হালান্ডকে নিয়ে নতুন আক্রমণভাগ গড়ার চিন্তায় আছেন পেরেজ।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এমবাপ্পে তার পছন্দের পজিশন লেফট উইঙ্গে খেলতে পারবেন, আর স্ট্রাইকার পজিশনে থাকবেন হালান্ড। বর্তমানে ওই উইং পজিশনেই খেলছেন ভিনিসিয়াস।
তথ্যসূত্র: সমকাল



