ক্যাম্পাস

রাকসু নির্বাচন: শিবিরের ভিপি-এজিএস, স্বতন্ত্রের জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন একই জোটের এস এম সালমান সাব্বির।

ভোটের ফলাফল অনুযায়ী—

  • ভিপি পদে: মোস্তাকুর রহমান (শিবির) পেয়েছেন ১২,৬৮৭ ভোট, আর শেখ নূর উদ্দীন আবির (ছাত্রদল) পেয়েছেন ৩,৩৯৭ ভোট। ব্যবধান ৯,২৯০ ভোট
  • জিএস পদে: সালাউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য) পেয়েছেন ১১,৫৩৭ ভোট, ফজলে রাব্বি ফাহিম রেজা (শিবির) পেয়েছেন ৫,৭২৯ ভোট। ব্যবধান ৫,৮০৮ ভোট
  • এজিএস পদে: সালমান সাব্বির (শিবির) পেয়েছেন ৬,৯৭১ ভোট, আর জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ৫,৯৪১ ভোট। ব্যবধান ১,০৩০ ভোট

তথ্যসূত্র: অনলাইন

এই বিভাগের অন্য খবর

Back to top button