শাজাহানপুর উপজেলা
শাহজাহানপুরে ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ
বগুড়া লাইভঃ আজ সকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাটাবাড়ীয়া এলাকার একটি জমির পাশ থেকে মুকুল আহম্মেদ নামের এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
নিহত মুকুল আহম্মেদ(৩০) উপজেলার কাটাবাড়ীয়া গ্রামের আনিছুর রহমানের পুত্র।
এলাকাবাসী জানান আজ সোমবার সকালে উপজেলার কাটাবাড়ীয়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশে মুকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজের মর্গে পাঠায় ।
এব্যাপারে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ বলেন নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । ময়না তদন্ত রিপোর্ট পাওয়া পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।