বগুড়ায় দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি করেন দুদক কমিশনার

বগুড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ (বুধবার) বেলা ১১টায় পৌর পার্ক শহীদ টিটু মিলনায়তন হল রুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক এর কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক মহাপরিচালক (প্রতিরোধ), আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান,
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) পিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অধ্যাপক মোজাম্মেল হক সহ জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সহ বগুড়ার বিভিন্ন শ্রেনী পেশার আপামর জনসাধারণ।
এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার অভিযোগ কারীদের নিকট থেকে সরাসরি অভিযোগ শুনেন এবং অভিযুক্ত কর্মকর্তাকে মুখোমুখি করে গণশুনানি করেন।
(এ আর)



