দুপচাঁচিয়া উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ডাকাতি-খুন, ৪ জড়িত গ্রেপ্তার: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া এলাকায় এক বৃদ্ধাকে হত্যা করে তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যে মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।


গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তালোড়া পৌরসভার তালোড়া বাজারের হিমু পোদ্দার আগারওয়ালের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। এতে বিমলা পোদ্দার (৬৫) নামে এক বৃদ্ধাকে ডাকাতরা শ্বাসরোধ করে হত্যা করে।


গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন- জুয়েল, আসলাম, ইমরান ও রাজু।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে তালোড়া বাজারের বাসিন্দা হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫-৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বাড়ির সকলকে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং হাত-পা বেঁধে মারপিট করে। এ সময় তারা নগদ প্রায় ২-৩ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ডাকাতির এক পর্যায়ে ডাকাতরা বাড়ির প্রবীণ সদস্য বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাতি শেষে ভোর সাড়ে ৪টার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।

মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম মাঠে নামে। তারা অভিযান চালিয়ে মূল হোতাসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের কাছে কিছু পরিমাণ লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই বিভাগের অন্য খবর

Back to top button