
মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন সভানেত্রী সুলতানা হায়াত আসফিয়া
সুদীর্ঘ ২৫ বছর পর বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলা দলের এক ঐতিহাসিক কর্মী সমাবেশ।
শনিবার দুপুরে দুপচাঁচিয়া শহরের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় পনেরো শতাধিক নারী কর্মী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা হায়াত আসফিয়া (Ashfia Hayat)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি ও দুপচাঁচিয়ার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আজকের এই দিনটি দুপচাঁচিয়ার মহিলা দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ২৫ বছর পর আমরা আবার একত্রিত হয়েছি জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হতে।
সভানেত্রী সুলতানা হায়াত আসফিয়া বলেন, এই কর্মী সমাবেশ শুধু একটি আয়োজন নয়- এটি আমাদের নতুন সূচনা। আমরা জানি, অতীতের পথ সহজ ছিল না। দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও আমরা মাথা নত করিনি। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, আজকের সমাবেশ প্রমাণ করছে- দুপচাঁচিয়ার নারীরা বিএনপির হাতকে শক্তিশালী করতে প্রস্তুত।

সমাবেশে নেত্রী ও কর্মীরা একসঙ্গে শপথ নেন-ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেবো। আন্দোলনের মাঠের মতো ভোটের মাঠেও থাকবো সামনের সারিতে।
অনুষ্ঠানের শেষে দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



