
ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রকাশিত হবে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবেন—
১. শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল: ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এর Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করে ফলাফল ডাউনলোড করা যাবে।
২. ব্যক্তিগত ফলাফল অনলাইনে: www.educationboardresults.gov.bd-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।
৩. মোবাইলে এসএমএসের মাধ্যমে: পরীক্ষার্থীরা মোবাইল থেকে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে 16222 নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
উদাহরণ: HSC DHA 123456 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।



