বিনোদন

বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা জানালেন মেহজাবীন

বছরের শুরুতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ফেব্রুয়ারিতে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে তারা সুখী তারকা দম্পতি হিসেবে সময় কাটাচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের ২৩৪ দিনের অভিজ্ঞতা শেয়ার করেন মেহজাবীন। জানান, বিয়ের পর জীবনে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটিই বদলেছে। তার ভাষায়, “আমি সেই আগের মেহজাবীনই আছি। নিজের মতো করে কাজ করছি, ঘুরছি। আদনান আগেও আমার ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। সেই বন্ধুত্বটা এখনো আগের মতোই আছে।”

অভিনেত্রী আরও বলেন, “বিয়ের পর আমার জীবন আরও সহজ হয়ে গেছে। আগে শুধু আমার পরিবারকে বলতাম, এখন আমাকে সাহায্য করার জন্য আরও অনেকে আছে। আমার ফ্যামিলি সাইজ বেড়েছে, সবাই অনেক ভালোবাসে ও সাপোর্ট করে। আমার চাওয়া-পাওয়াগুলো তারা খুব যত্নে রাখে। আমি খুবই ব্লেসড এবং হ্যাপি।”

সাক্ষাৎকারে সঞ্চালক যখন বলেন, মেহজাবীনকে দেখে মনে হয় তিনি খুব সুখী একজন মানুষ, তখন হাসতে হাসতে অভিনেত্রী জানান, “এর আগেও অনেকে বলেছে, মেয়েরা বিয়ের পর সুখী কিনা, সেটা মুখ দেখেই বোঝা যায়। একদিন একজন এসে বলল— তুমি অনেক হ্যাপি আছো। আমি জানি না সে কীভাবে বুঝেছে, কিন্তু সত্যিই আমি খুব সুখী। আলহামদুলিল্লাহ।”

বিবাহিত জীবনের ২৩৪ দিনের হিসাব জানতে চাওয়ায় হাসিতে ফেটে পড়েন মেহজাবীন। পরে জানান, ভক্তরা এই হিসাব করেছেন, আর তিনি আনন্দের সঙ্গেই বলেন— “আমার সংসারজীবন খুব ভালো কাটছে।”

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button