ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) খোয়াই জেলার সীমান্তবর্তী একটি গ্রামে স্থানীয়রা গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আরও দুই ভারতীয় আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, বিদায়বিল এলাকার দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করার সময় তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখেন। তাদের থাকার কারণ জানতে চাইলে তিন বাংলাদেশি ধারালো অস্ত্র দিয়ে ওই দুই ভারতীয়ের ওপর হামলা চালান।
পরে আহতরা বিষয়টি গ্রামে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিন বাংলাদেশিকে ধরে পিটিয়ে হত্যা করে। আহত দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই কাঁটাতারের বেড়ায় ঘেরা। এই সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশিদের ওপর সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে, যার কিছু বিএসএফের গুলিতেও হয়।
তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪



