জাতীয়

সব জেলায় আন্টিজেন টেস্ট চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০টি জেলার পর পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে। পিসিআর ল্যাবসহ করোনা টেস্টের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন এবং মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু সেবা হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় সমস্ত বিশ্ব বিপর্যস্ত। কিন্তু করোনা বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশ ভাল আছে। বাংলাদেশে মৃত্যুর হার কম। ইউরোপ আমেরিকার চেয়ে ভাল বাংলাদেশ ভাল আছে ভলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই কার্যকরী ব্যবস্থা। সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button