জাতীয়
নবীন সেনা কর্মকর্তাদের সততা ও দেশপ্রমের সাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে কাজ করছে সরকার; সেখানে নবীন প্রজন্মই হবে মূল শক্তি। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নবীন কর্মকর্তাদের সততা ও দেশপ্রমের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।
চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং ৭৯তম বিএমএ লং কোর্সের সমাপনী। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রীর পক্ষে কোর্স শেষ করা পদকজয়ী নবীন কর্মকর্তাদের পুরকার তুলে দেন সেনাপ্রধান জেনালের আজিজ আহমেদ। পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান শেখ হাসিনা।
করোনাসহ যেকোনো দুর্যোগ এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সততা-নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করে যেতে সদ্য কমিশন পাওয়া অফিসারদের প্রতি আহ্বার রাখেন তিনি।
সশস্ত্রবাহিনীকে দক্ষ, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে নেয়া নানা পদক্ষেপের কথা জানান সরকার প্রধান শেখ হাসিনা। স্মরণ করিয়ে দেন, তিনিই এ বাহিনীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন।



