শেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, হেলপারের মৃত্যু

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার ফেরদৌস (১৬) বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

জানা যায়, গরু বিক্রি শেষে ঢাকা থেকে ফেরার পথে ফেরদৌসরা বহনকৃত ট্রাকটি (বগুড়া ড-১১-২৩২৫) ছোনকা এলাকায় পৌঁছে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে পেছনে ধাক্কা মারে। এতে চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ট্রাকের ভেতর আটকে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা: অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ট্রাফিক আইন মেনে চলুন, জীবন সবার আগে।

এই বিভাগের অন্য খবর

Back to top button