শেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের দুদুর স্ত্রী।

জানা গেছে, রাবেয়া একটি মুরগি খুঁজে না পেয়ে খুঁজতে গিয়ে ঘরের পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সতর্কতা:

  • ১. খোলা বা ঝুলন্ত বিদ্যুতের তারের কাছাকাছি যাবেন না।
  • ২. কোনো তার ছেঁড়া বা ভেজা অবস্থায় দেখলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে খবর দিন।
  • ৩. বিদ্যুৎ ব্যবহারে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে — সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button