খেলাধুলাফুটবল

ইতিহাসে আরও এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে আরও এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলেন। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি পেরিয়ে গেছেন ৯৫০ ক্যারিয়ার গোলের গণ্ডি। সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করেই এই বিশ্বরেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। এখন তিনি ১০০০ গোলের অনন্য রেকর্ড থেকে মাত্র ৫০ গোল দূরে।

তবে ম্যাচের শুরুর দিকে রোনালদোর রাতটা একেবারেই মসৃণ ছিল না—একাধিক সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত ৮৮তম মিনিটে গোল পেয়ে আল নাসরকে ২-০ ব্যবধানে জয় এনে দেন। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ এবং সব মিলিয়ে সপ্তম গোল। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা এখন ১০০ পেরিয়েছে।

রোনালদোর এই সাফল্য এল লিওনেল মেসির নতুন রেকর্ড গড়ার পরদিনই। আর্জেন্টাইন মহাতারকা ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা বাড়িয়েছেন ৮৯১-এ—যা তাকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা করে রেখেছে।

লা লিগা থেকেই শুরু হয়েছিল রোনালদো-মেসির কিংবদন্তি প্রতিদ্বন্দ্বিতা। প্রায় দেড় দশক পেরিয়ে গেলেও দুজনের লড়াই এখনো চলছে সমান তালে। মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতে থাকবেন, আর রোনালদো আল নাসরে ২০২৭ সাল পর্যন্ত। অর্থাৎ ফুটবলপ্রেমীরা অন্তত আরও দেড় বছর তাদের এই অবিশ্বাস্য দ্বৈরথ উপভোগ করতে পারবেন।

রোনালদোর গোলসংখ্যা (ক্লাব ও জাতীয় দল)

ক্লাব/দেশগোল
স্পোর্টিং লিসবন
ম্যানচেস্টার ইউনাইটেড১৪৫
রিয়াল মাদ্রিদ৪৫০
জুভেন্টাস১০১
আল নাসর১০৬
পর্তুগাল১৪৩
মোট৯৫০

সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তালিকা

খেলোয়াড়গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো৯৫০
লিওনেল মেসি৮৯১
পেলে৭৬২
রোমারিও৭৫৬
ফেরেনশ পুসকাস৭২৫

এই বিভাগের অন্য খবর

Back to top button