খেলাধুলাফুটবল

চোট নিয়েই সারাজীবন খেলতে হবে ইয়ামালকে!

বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালের জন্য এই মৌসুমটা সহজ যাচ্ছে না। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বে বিস্ময় বালক খ্যাতি অর্জন করা ইয়ামাল এবার একের পর হোঁচট খাচ্ছেন।

এল ক্লাসিকোর আগে-পরে বিতর্কে জড়িয়ে পড়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সংবাদ শিরোনামে থাকলেও, চোটের বিষয়ে আর কোনো এড়িয়ে চলা সম্ভব হচ্ছে না। ‘পিউবালজিয়া’ নামক জটিল চোটে আক্রান্ত ইয়ামালের জন্য বড় ধরণের সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানাচ্ছে, পিউবালজিয়া একটি জটিল ইনজুরি এবং ইয়ামাল হয়তো আর শতভাগ ফিট হয়ে ফিরে আসতে পারবেন না।

ফিজিওথেরাপিস্ট লুইস পুইগ বলেন, “পিউবালজিয়া কোনো সাধারণ মাংসপেশীর ইনজুরি নয়। এটি পাবিস অঞ্চলের পরিবর্তন, যেখানে বিভিন্ন পেশী একত্রিত হয়। এটি এক মাসে সারানো সম্ভব নয়। আমাদের প্রতিরোধমূলক ও ভারসাম্য রক্ষা করার কাজ করতে হবে, যাতে ইয়ামাল সর্বোচ্চ স্তরে খেলতে পারে।”

স্পোর্টস ট্রমাটোলজিস্ট ডা. রিপোল জানিয়েছেন, “এই ইনজুরি খেলোয়াড়ের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। এটি এমন ব্যথা সৃষ্টি করে যা চলাচল ও শট নেওয়ার দক্ষতা প্রায় অর্ধেকই হ্রাস করে। নিয়মিত খেললেও মাঠে তার শতভাগ পারফরম্যান্স পাওয়া যাবে না।”

বার্সেলোনা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ইয়ামালের পিউবালজিয়ায় আক্রান্ত হওয়া এবং এর প্রভাব সবারই জানা। ঊরুর উপরাংশে এই চোটের কারণে স্ট্যামিনা ও চলাচলে সমস্যা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এটি কেবল বার্সা নয়, পুরো ফুটবল বিশ্বের জন্য বড় দুঃসংবাদ।

তথ্যসূত্র: টি স্পোর্টস

এই বিভাগের অন্য খবর

Back to top button