খেলাধুলাফুটবল

ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা

গোল করে উদ্‌যাপন জিওভানি লো সেলসোর। ছবি: এক্স

বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর প্রীতি ম্যাচে জয়ের মুখ দেখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। দলের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

এই ম্যাচে দলের তারকা লিওনেল মেসি মাঠে না থেকে গ্যালারিতে উপস্থিত ছিলেন। ম্যাচের কয়েক ঘণ্টা আগে ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর চোটের খবরও আসে। তাদের অনুপস্থিতিতে আক্রমণভাগ কিছুটা ভুগলেও সাদামাটা ভেনেজুয়েলাকে হারিয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

কোচ স্কালোনি ম্যাচের আগে জানিয়েছিলেন, তিনি অনিয়মিতদের বেশি সুযোগ দেবেন। সেই পরিকল্পনায়ই সাজানো হয় শুরুর একাদশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পান লাউতারো মার্তিনেস, তবে তার শট রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক কনত্রেরাস। এরপর আরও কয়েকটি সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ডরা।

৩১তম মিনিটে ভেনেজুয়েলা গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আলেহান্দ্রো মার্কেস। এর পরপরই দ্রুত পাল্টা আক্রমণে লাউতারোর পাস থেকে নিচু শটে গোল করেন লো সেলসো।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ৭৪তম মিনিটে ভেনেজুয়েলার কিনতেরোর শট ক্রসবারে লেগে ফেরে। শেষ দিকে একাধিক আক্রমণ করেও গোল পায়নি লাউতারো মার্তিনেসরা।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এই বিভাগের অন্য খবর

Back to top button