
ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যালারিতে দেখা গেছে নেইমারকে। ম্যাচটা ব্রাজিল হেরে যাওয়ার পর মাঠেও নেমে আসেন পিএসজি তারকা। এই দৃশ্য দুটি ব্রাজিল সমর্থকদের জন্য ছিল আনন্দের। চোট সারিয়ে শেষ ষোলোতে তাকে দেখতে যে মুখিয়ে সবাই। তবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নেইমারের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না।
সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পান নেইমার। ডিফেন্ডার দানিলোও গোড়ালির চোটে পড়েন। দুজনই ছিটকে যান গ্রুপের বাকি দুই ম্যাচ থেকে। আর সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে চোট পান আলেক্স সান্দ্রো। ব্রাজিল এই দুই ম্যাচই জিতে নেয় এবং শেষ ষোলো নিশ্চিত করে।
গত রাতে ক্যামেরুনের বিপক্ষে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে নেইমার, সান্দ্রো, দানিলোরা কি খেলতে পারবেন?
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দানিলোর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফেরার সম্ভাবনা প্রবল। তবে নেইমার এবং সান্দ্রোর খেলার বিষয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।
ব্রাজিল দলের চিকিৎসক লাসমার যেমন বললেন, ‘পরের ম্যাচের আগে এখনো ৭২ ঘণ্টা সময় হাতে আছে। এর মধ্যে পরিস্থিতি নিজেদের অনুকূলে চলে আসবে, এই আশা করছি। এখনো নেইমার ও সান্দ্রোর খেলার সম্ভাবনা আছে এবং বিষয়টি কোনদিকে গড়ায়, তা দেখার অপেক্ষায় থাকব আমরা।’
অর্থাৎ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি।



