খেলাধুলাফুটবল

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের গোল উৎসব

ব্রাজিলের উল্লাস। ছবি: রয়টার্স

কেবল জয় নয়, মাঠে মানসম্মত ফুটবলও দেখতে চেয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তার সেই চাওয়ায় দুর্দান্ত সাড়া দিল তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিল দল। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল উপহার দিয়ে দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসাল সেলেসাওরা।

শুক্রবার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। দলের পক্ষে দুটি করে গোল করেন এস্তেভোঁ ও রদ্রিগো, আর একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র।

এর আগেও কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও একই ধারাবাহিকতায় ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় তারা।

১৩তম মিনিটে ব্রুনো গিমারাইসের দারুণ পাস থেকে প্রথম গোল করেন এস্তেভোঁ। কিছুক্ষণ পর হেডে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় কাসেমিরোর গোলটি। ৪১তম মিনিটে কাসেমিরোর পাস ধরে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও জ্বলে ওঠে ব্রাজিল। ৪৭তম মিনিটে এস্তেভোঁর দ্বিতীয় গোলের পরপরই রদ্রিগোর আরেকটি গোলের সুবাদে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ম্যাচের শেষ ভাগে ৭৭তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোল নিশ্চিত করে ৫-০ ব্যবধানের জয়।

পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি ব্রাজিল। দক্ষিণ কোরিয়া প্রথম লক্ষ্যে শট নিতে পারে ৬৫তম মিনিটে, যা ঠেকিয়ে দেন গোলরক্ষক বেন্তো।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এমন দাপুটে জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে আনচেলত্তির শিষ্যদের। আগামী মঙ্গলবার এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।

তথ্যসূত্র: বিডি নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button