আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত বিমানে থাকা সবাই

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

একটি ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে সিএনএন এক প্রতিবেদনে দাবী করে, এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন।

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ঠিক কতজন ছিল এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাড়ির ওপর বিমান আছড়ে পড়ায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

তবে, আগুন বা বিমান বিধ্বস্তে বিমানের বাইরের কেউ মারা যায়নি। সূত্র – সিএনএন

এই বিভাগের অন্য খবর

Back to top button