অর্থ ও বানিজ্য

অক্টোবরের ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯ হাজার ২০৩ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা প্রায় এক হাজার ১১ কোটি টাকার প্রবাস আয়।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরও জানান, ১৬ থেকে ১৮ অক্টোবর—এই তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তথ্যসূত্র: খবর সংযোগ

এই বিভাগের অন্য খবর

Back to top button