লাইফস্টাইল

কিছু মানুষকে কেন মশা বেশি কামড়ায়

ছবি: সংগৃহীত

সন্ধ্যাবেলায় পার্কে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। আশপাশে মশার ঝাঁক ঘুরছে। লক্ষ্য করলেন—অন্যরা মোটামুটি স্বস্তিতে থাকলেও মশারা যেন আপনাকেই বেশি পছন্দ করছে! বারবার এসে কামড় বসাচ্ছে পায়ে, হাতে, গলায়।

আসলে বিষয়টি কাকতালীয় নয়। সত্যিই কিছু মানুষকে অন্যদের তুলনায় অনেক বেশি কামড়ায় মশা। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, প্রায় ২০ শতাংশ মানুষ মশার কাছে বিশেষভাবে আকর্ষণীয়।

নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘সেল’-এ।

গবেষণায় ৬৪ জন স্বেচ্ছাসেবককে নিয়ে পরীক্ষা চালানো হয়। বিভিন্ন উপায়ে তাদেরকে এডিস ইজিপ্টাই মশার সামনে আনা হয়। দেখা যায়, কয়েকজনের প্রতি মশা প্রায় ১০০ গুণ বেশি আকৃষ্ট হয়। বহু বছর ধরে পরীক্ষা চালিয়েও একই ফল পাওয়া গেছে। এদেরকেই গবেষকরা মজার ছলে বলেছেন—‘মশক চুম্বক’।

গবেষকদের ব্যাখ্যা, যাদের মশা বেশি কামড়ায়, তাদের ত্বকে বিশেষ ধরনের ফ্যাটি অ্যাসিড বা চর্বিজাত উপাদান বেশি পরিমাণে থাকে। এই অ্যাসিডগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, কিন্তু একইসঙ্গে মশাকেও আকৃষ্ট করে।

এছাড়া ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়া এই অ্যাসিড থেকে উৎপন্ন ‘পিচ্ছিল কণা’ নির্ভর করে বেঁচে থাকে, যা মানুষের গায়ের গন্ধ তৈরি করে। আর সেই গন্ধই মশার কাছে সবচেয়ে প্রলুব্ধকর।

গবেষকদের মতে, যেহেতু এই উপাদানগুলো ত্বকের স্বাভাবিক অংশ, তাই এগুলো দূর করা সম্ভব নয়। ফলে যাদের মশা বেশি কামড়ায়, তাদের ভাগ্যেও এই ‘মশা-ভালোবাসা’ সারাজীবনই সঙ্গী হয়ে থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button