
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি (Contract Price) প্রতিটন ৪৬৫ দশমিক ২৫ মার্কিন ডলার নির্ধারণের ভিত্তিতে বেসরকারি খাতে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
এছাড়া আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির দাম কেজিপ্রতি ২১৬ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: সমকাল



