রাজনীতি

মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই: সারজিস আলম

ছবি: যুগান্তর

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে, তবে তাদের এই দায়িত্বের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যাক, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে নেবে।’

নির্বাচন কমিশনকে নিয়ে তিনি বলেন, ‘জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে কমিশন উঠেপড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই। যেকোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, এখন যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষভাবে কাজ না করে অভ্যুত্থান-পরবর্তী স্বেচ্ছাচারিতার মতো আচরণ করছে, অথবা কারও চাপে এমন করছে। এটা কখনো মেনে নেওয়া হবে না।’

আসন্ন জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবে কিনা, সে বিষয়ে দলের শীর্ষ নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে আগামী নভেম্বরের মধ্যেই সব জেলা, উপজেলা ও ইউনিটি কমিটি গঠন সম্পন্ন করবে এনসিপি।’

সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button