
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। এরপর রিশাদের বলে ৩৪ রানে আউট হন আথানেজ। পরবর্তীতে ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে তিন উইকেট হারালেও বাকি ইনিংসে আর কোনো উইকেট হারায়নি অতিথিরা।
অধিনায়ক শেই হোপ ২৮ বলে অপরাজিত ৪৬ রান করেন। রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রান করে শেষ দিকে ঝড় তোলেন। তানজিম হাসানের শেষ ওভারের টানা তিন বলে তিন ছক্কা হাঁকান তিনি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪৫ বলে ৮৩ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশে। মাত্র ৫৭ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটার ফিরে যান। তাওহিদ হৃদয় ২৮ রানে আউট হলে ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দল। শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ ও নাসুম আহমেদের ২০ রান কিছুটা লড়াই দেখালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
শেষ তিন বলে ১৭ রান প্রয়োজন থাকলে তাসকিন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান, তাতে দর্শকদের মনে জয়ের ক্ষীণ আশা জাগে। কিন্তু ছক্কা মারলেও হিট আউট হয়ে ফেরেন এই পেসার। ফলে ১৬ রানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।



