ক্রিকেটখেলাধুলা
প্রধান খবর

বগুড়া ও রাজশাহীতে বাংলাদেশ-আফগান যুবাদের সিরিজ

এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। ছবি: সংগৃহীত

চলতি মাসেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের এই সিরিজ।

২৫ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবারা। ঢাকায় নেমে সরাসরি রাজশাহীতে গিয়ে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ২৮ অক্টোবর রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে হবে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচও।

বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে—৩, ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে মে মাসে রাজশাহীতেই বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ড সফর শেষে এনসিএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ থাকলেও বিশ্বকাপ ও আফগানিস্তান সিরিজের প্রস্তুতি বিবেচনায় যুবাদের রাজশাহীতে অনুশীলন ক্যাম্পে রেখেছিল বিসিবি।

আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামী ডিসেম্বরে নেপালে এশিয়া কাপে অংশ নেবে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে লড়বে তারা। সর্বশেষ ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যুবারা।

তথ্যসূত্র: ক্রিকফ্রেঞ্জি

এই বিভাগের অন্য খবর

Back to top button