বিনোদন

সালমান শাহ ২৯ বছর আগে যে বাসায় বসবাস করতেন সেখানে তদন্ত করতে গেছে পুলিশ

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর মামলাটি নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে রমনা থানা পুলিশ।

ঘটনার প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নামে রমনা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ সম্প্রতি রাজধানীর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যায়, যেখানে নব্বইয়ের দশকে স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন এই জনপ্রিয় নায়ক। মৃত্যুর পর ফ্ল্যাটটি সিলগালা করে দেওয়া হয়েছিল, বর্তমানে সেখানে নতুন মালিক বসবাস করছেন। পুলিশ ঘুরে ঘুরে ফ্ল্যাটের ভেতরের অবস্থা পরিদর্শন করে।

এর আগে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। এজাহারে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি মৃত্যুর পরও এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের চেষ্টা করেছেন। বহু বছর পর অবশেষে সেই প্রক্রিয়া শুরু হলো। ইনশাআল্লাহ প্রমাণ হবে, এটি একটি হত্যাকাণ্ড।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ওই ফ্ল্যাট থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। তখন ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছিল। প্রায় তিন দশক পর আবারও তদন্ত শুরু হওয়ায় দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, এবার হয়তো উন্মোচিত হতে পারে সালমান শাহর মৃত্যুর রহস্য।

তথ্যসূত্র: মানবকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button